Looking For Anything Specific?

Header Ads

পন্য বানান ভ্যালু ক্রিয়েট করুন( create Product, Create Value)

Product growth
Product Growth
এমন কিছু থিঙ্ক করুন যে পন্য মানুষের প্রয়োজন রয়েছে। যেটা মানুষ ব্যবহার করবে। যেটা মানুষ আপনার কাছ থেকে মূল্য দিয়ে নিতে চাইবে। পন্যর প্রয়োজন রয়েছে। প্রয়োজন না থাকরে চাহিদা আছে। চাহিদা না থাকলে ডিমান্ড আছে। তিনটার যেকোন একটি থাকলেই পন্যটি মানুষের দরকার হবে । তিনটার একটার কারণে হলেও মানুষ প্রডাক্টটি আপনার কাছ থেকে কিনবে। এমন পন্য ক্রিয়েট করুন যেটার ভ্যালু নাই। ভ্যালু না থাকলে ভ্যালু তৈরী করুন। দেখবেন পন্য বিক্রি হচ্ছে আর আপনি সন্তুষ্ট হচ্ছেন।

Post a Comment

0 Comments